নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর:
“হাঁসবে রোগী, বাঁচবো প্রাণ সেচ্ছায় করবো রক্ত দান”। এই স্লোগানকে সামনে রেখে গ্রামের জনসাধারণকে সেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করতে ‘রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ’ এর পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার ৫০ বছর প্রথমবার গত শুক্রবার (৮ অক্টোবর ২১) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে ‘রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ’ এর পক্ষ থেকে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিনামূল্যে শতাধিক নারী-পুরুষ ও শিশুদের ব্লাড গ্রুপ পরিক্ষা করা হয় ও সেচ্ছায় রক্তদানে উৎসাহীত করতে সচেতনতা মূলক আলোচনা করেন ‘রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ’ এর সেচ্ছাসেবী এইচ-এম হাসিবুল হাসান, ই-এস ইমরান নাজির, জাকির, হোসেন, সাইফুদ্দিন শেখ (ফাহিম),আফরিদা কনা।
উক্ত ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটি আয়োজনে মূল উদ্যোগক্তার ভূমিকা পালন করেন সাইফুদ্দিন শেখ (ফাহিম), নুরুল ইসলাম (নুর ইসলাম ডাক্তার)। অনুষ্ঠানটি আযোজনে সার্বিক সহযোগিতা করেন মনির হোসেন মনির (মেম্বার ৯নং ওয়ার্ড), আইয়ুব আলী, ওয়াজ উদ্দিন, হাফিজুর রহমান, সাইজুদ্দিন প্রধান, সুরহাব উদ্দিন, আরিফ প্রধান, আল-আমিন ফকির, আঃ জলিল, আঃ হাসেম,দুলাল মিয়া, মামুন ফকির, ফয়সাল আহম্মেদ রবিন, সাকিব, পারভেজ প্রধান সহ এলাকার জনসাধারণ।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …