রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলা হিলি কাষ্টমস ভারত হিলি কাষ্টমসকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলা হিলি কাষ্টমস ভারত হিলি কাষ্টমসকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে ফুল ও মিস্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাহিলি কাস্টমস। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে হিলি চেকপোস্ট শুন্যরেখায় বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে ভারত হিলি কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমারকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি ভারতীয় কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমার বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলমকেও ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলা হিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান. দু’দেশের কাষ্টমসের মধ্যে সৌহাদ্য পুণ সর্ম্পক থাকায় বন্দরের রাজস্ব আহরন বেশী হচ্ছে। এই সম্পর্ক ধরে রাখার জন্য আমরা মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ন জয়ন্তীতে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে মিস্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

এ সময় বাংলাহিলি ও ভারত হিলি কস্টমসের কর্মকর্তা, কর্মচারি, বিজিবি, বিএসএফ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …