সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে নাটোরে সেমিনার অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে নাটোরে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
“বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার সকাল দশটার দিকে স্থানীয় কানাইখালি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন , জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সাজেদুর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভা মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক জুবাযের, নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

সেমিনারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হওয়া প্রসঙ্গে সেমিনারে আলোচনা করা হয়। পরে সেখানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমির দুই ফসল

চাষাবাদ বন্ধ ১৫ বছর  নিজস্ব প্রতিবেদক:নাটোরের গুরুদাসপুরে বামনকোলা ও গারিষাপাড়া মাঠের প্রায় দুইহাজার বিঘা জমিতে …