নিউজ ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর জাহাজ তিন দিনের সফরে বাংলাদেশে এসছে। সোমবার (৮ মার্চ) জহাজটি মংলা বন্দরে পৌঁছেছে। ৮ থেকে ১০ মার্চ মংলা বন্দরে প্রথমবারের মতো সফরে এসেছে ভারতীয় নৌবাহিনী।
ভারতের করা এক টুইটের মাধ্যমে জানা যায়, প্রথমে দুটি যুদ্ধজাহাজ ইউএসএস কুলিশ এবং ইউএসএস সুমেধা আজ মোংলায় পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন। খবর হিন্দুস্থান টাইমসের।
ভারতীয় নৌবাহিনী জানায়, এ বছর স্বাধীনতার ৫০ বছর পালিত হবে। স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সামরিক বাহিনী প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে সহায়তা করেছে। ভারত বংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বকে সম্মান জানাতে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা বাংলাদেশি ও ভারতীয় যোদ্ধা এবং নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই সফরের উদ্দেশ্য। এছাড়াও এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতের দৃঢ় সংকল্প ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করাও এই সফরের উদ্দেশ্য।