শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / `স্বপ্ননগরে` ২৫০ পরিবারের ঠিকানা

`স্বপ্ননগরে` ২৫০ পরিবারের ঠিকানা

নিউজ ডেস্ক:
যাদের জমি নেই, ঘর নেই এমন ২৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ‘স্বপ্ননগর’ নামে একটি আবাসন প্রকল্প তৈরি করেছেন আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর এলাকায় আশ্রয়ন প্রকল্প-২ ‘স্বপ্ননগর’ আবাসন প্রকল্পের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সংসদ সদস্য মনজুর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেকটি পরিবারকে তাঁদের বাসস্থান নিশ্চিত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার সেখানকার নারীদের সমিতি গড়ে বিভিন্নভাবে স্বাবলম্বী হয়ে উঠার পরামর্শ দেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, ওসি মো. ওহিদুজ্জামান, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।

‘স্বপ্ননগর প্রকল্পে বসবাসকারী বীরমুক্তিযোদ্ধা খলিলুর বলেন, ‘এতোদিন অন্যের জায়গা থেকেছি। প্রায় ৬০ বছর পর নিজের জমি, নিজের ঘরে পরিবার নিয়ে বসবাস করছি। মৃত্যুর আগে এর থেকে পরম তৃপ্তি আর কি হতে পারে।’

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …