রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্ত্রী সন্তানকে ফেরত পেতে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্ত্রী সন্তানকে ফেরত পেতে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায়  স্ত্রী ও সন্তানদের ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে হারিয়ে যাওয়া স্ত্রীর স্বামী ও সন্তানের পিতা হেলাল মন্ডল। একই সাথে থানায় অভিযোগের দীর্ঘ সময় পার হলেও কোন ফলাফল পায়নি বলেও অভিযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্থানীয় একটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী হেলাল মন্ডল।

তিনি উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আহসান মন্ডলের ছেলে । সংবাদ সম্মেলনে হেলাল মন্ডল লিখিত বক্তব্যে বলেন, প্রায় ১ যুগ আগে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার চৌডালা গ্রামে মৃত সুলতানের কন্যা জোনাকির সাথে ঘর বাধেন তিনি। পরে তার স্ত্রীর গর্ভে মিনহাজ (৭) ও হুমাইয়ারা খাতুন (১৮ মাস) নামে দুটি সন্তান জন্মগ্রহণ করে। ভালোই চলছিল তার সংসার। তবে চলতি বছরের ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ির বাহিরে যান। কিছু সময় পরে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ি ঘরে তালা দেয়া।

স্ত্রী, সন্তানো নাই। পরে ওই দিন খোজা খুজি করে তাদের না পেয়ে ঘরে ঢুকে তিনি দেখেন তার ঘরের বাক্সে থাকা নগদ টাকাও নাই। এ ঘটনায় পরদিন বাগাতিপাড়া মডেল থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটি করার  প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও থানা থেকে কোন ফলাফল পাইনি বলেও তিনি জানান।তিনি আরো বলেন, সেদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও অদ্যবধি স্ত্রী সন্তানের সন্ধান মেলেনি।

পুনরায় চলতি মাসের গত ২ থেকে ৩ দিন যাবৎ থানায় গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে থানা থেকে তার শ্বাশুড়ীসহ উপস্থিত হয়ে তাকে পুনরায় নতুন করে হারানোর অভিযোগ দায়ের করার জন্য বলেন। তবে তার শ্বাশুড়ী ও শালিকাকে তার বাড়ীতে আসতে বললে তাহারা আসতে অস্বীকার জানায় এবং তার স্ত্রী সন্তানকে খোজার জন্য কোন রুপ সহযোগিতা না করার তালবাহানা করে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ধারণা করা হচ্ছে তার স্ত্রী পারিবারিক কলোহের জেরে রাগ করে বাবার বাড়ি চলে গেছে। তবে পুনরায় অভিযোগ পেলে বিষয়টি আরো খতিয়ে দেখা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …