রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্ত্রীকে মিষ্টি কিনতে বাজারে পাঠিয়ে গলায় ফাঁস দিলেন স্বামী!

স্ত্রীকে মিষ্টি কিনতে বাজারে পাঠিয়ে গলায় ফাঁস দিলেন স্বামী!

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে স্ত্রীকে বাজারে মিষ্টি কিনতে পাঠিয়ে সাইন উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৮ নভেম্বর) উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কাইমুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাইন দীর্ঘদিন যাবৎ কিডনী রোগসহ নানা রোগে ভুগছিলেন।

বুধবার সকালে সাইন মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ করলে তার স্ত্রী লালপুর বাজারে আসেন মিষ্টি কিনতে। বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …