মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / ই-লার্নিং / স্ত্রীকে দিয়ে মাথা ন্যাড়া করালেন প্রতিমন্ত্রী পলক

স্ত্রীকে দিয়ে মাথা ন্যাড়া করালেন প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে বন্ধ রয়েছে সেলুন। চুল কাটাতে সমস্যায় পড়ছেন অনেকে। ফলে মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে। অধিকাংশ পুুরুষ পরিবারের সদস্যদের দিয়েই কাজটি সারছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

ন্যাড়া করার ছবি ফেসবুকে শেয়ার করেছেন প্রতিমন্ত্রী

স্ত্রী আরিফা জেসমিন কনিকাকে দিয়ে কাজটি সেরেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুধু নিজে নয়, প্রতিমন্ত্রীর ছেলে অনির্বাণও বাবার সাথে ন্যাড়া হয়েছেন। শনিবার (১৬ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ন্যাড়া মাথায় কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

সেখানে প্রতিমন্ত্রী পলক স্ত্রী আরিফা জেসমিন কনিকাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ঘরে থাকতে সবারই কষ্ট হচ্ছে! অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি! তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে মাথার চুল বড় হয়ে যাওয়া! সমস্যার সমাধান কি হতে পারে? সমাধানে সহযোগিতা করলো আমার প্রিয়তমা স্ত্রী কনিকা! আর আমার সঙ্গী হলো আমার ছোট ছেলে অনির্বাণ!? ধন্যবাদ, আরিফা জেসমিন কনিকা।’

মাত্র এক ঘণ্টায় প্রতিমন্ত্রীর ওই পোস্টে সাড়ে ২৭ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। মন্তব্য করেছেন প্রায় তিন হাজার ফেসবুক ব্যবহারকারী। প্রতিমন্ত্রীর অনেক ভক্ত পোস্টটি শেয়ারও করছেন।

সেখানে হোসাইন জাকির নামে একজন মন্তব্য করেছেন, ‘সেলুনওয়ালারা প্রণোদনা পাওয়ার যোগ্য। কারন আমরা সবাইত বাসায় চুল নিজেরা কাটছি তাই বুঝা উচিৎ সেলুন নাপিত তারা সরকারের ঘোষিত প্রনোদনার আওতায় পড়ে।’

পল্লব কুমার হাজরা নামে আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আপনি চাইলেই সুরক্ষিত পরিবেশে নিজের চুলের বাহারী স্টাইলে যেকোন কাট দিতে পারতেন। আপনি তা না করে আপামর জনগণের মুক্তির পথ বাতলে দিলেন। আপনি সত্যিই একজন যোগ্য নেতা। আমার সৌভাগ্য হয়েছিল দাপ্তরিক কাজে আপনার সাথে কথা বলার। আপনাকে সবসময় ফলো করি, তেলবাজির জন্য না। ভালবেসে।’

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …