শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

নিউজ ডেস্ক:
স্কুল-কলেজে ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ মার্চ। শনিবার রাত সাড়ে আটটায় সচিবালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষমন্ত্রী দীপু মনি এই তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, ৩০ মার্চের আগে সব শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
আসন্ন রমজানে ছুটি কমানোর পরিকল্পনার কথা জানানো হয় বৈঠকে। এছাড়া জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। মার্চ মাস থেকে ৬০ দিন ক্লাস নিয়ে এসএসসি এবং ৮০ দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানানো হয় ওই সভায়।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার মার্চের ২৯ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। ৩০ মার্চ থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

আরও দেখুন

নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই ও চিনি উৎপাদন

১২ ঘন্টা বন্ধ নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,লালপুর,নাটোর,১৬ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চিনিকলে আখ মাড়াই চালুর …