শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সৌদিতে নিখোঁজ হারুনের সন্ধান চায় পরিবার

সৌদিতে নিখোঁজ হারুনের সন্ধান চায় পরিবার


নিজস্ব প্রতিবেদক:
২০০৭ সালে সৌদি আরবে পাড়ি জমান নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা হারুনুর রশীদ। হারুন গত ১৫ বছর ধরে সৌদি আরবের আভকিক শহরে ‘সাদ আলি আলএশা’  নামে  একটি  কোম্পানিতে  কনষ্ট্রাকশনের কাজে কর্মরত ছিলেন। গত ২৫ আগষ্ট থেকে তার কোনও সন্ধান মিলছেনা। এনিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন তার ছেলে, মেয়ে, স্ত্রীসহ স্বজনরা।

বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন জানান, গত ২৫শে আগস্ট সৌদি আরব থেকে একজন ফোনে জানায় হারুনুর রশীদ কনষ্ট্রাকশনের কাজের সময় গ্যাস বিস্ফোরণে মারা গেছে। এসময় হারুনের ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন তার অন্য সহকর্মীদের সাথে যোগাযোগ করলে তাদের কেউ কেউ বলছে হারুন মারা গেছে।   আবার কেউ বলছে তিনি কোম্পানি থেকে পালিয়ে গেছেন। এ নিয়ে দেশে থাকা হারুনের স্বজনদের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

গত ১৯ দিনেও হারুন বেঁচে আছে নাকি মারাগেছে তার  সঠিক তথ্য মেলেনি। যদি বেঁচে থাকে তাহলে তারসন্ধান আর যদি মরেও যায় তবে তার মরদেহটি ফেরত চায় পরিবারের সসদ্যরা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন হারুনের স্বজন ও এলাকাবাসী। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …