শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অযুহাত দেখিয়ে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে সাড়ে ৩ মাস বন্ধের পর নিষেধাজ্ঞা প্রতাহার করেছে ভারত।

সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল জানিয়েছেন, সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি গ্রহণ ও এলসি খোলার প্রস্তুতি নিয়েছেন। ইতোমধেই কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য আইপি নেওয়া শুরু করেছেন।’

সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার মমিনুল ইসলাম জানান, ‘বিকেল সাড়ে ৪ টার দিকে থেকে নতুন এলসিকৃত ৪ গাড়ি পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। যার পরিমাণ ৬০ মেট্রিক টন। তিনি আরও জানান, পুরনো এলসি বাতিল হওয়ায় নতুন এলসিতে পেঁয়াজ আমদানি হচ্ছে।’ 

এদিকে, ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে কয়েকদিনের ব্যবধানে স্থানীয় বাজারে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৩০ থেকে ৩৫ টাকা।

প্রসঙ্গত অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অযুহাত দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি তাদের উৎপাদন বাড়ার কারনে গত ২৮ ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *