সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সোনা মসজিদ স্থলবন্দর থেকে ফেনসিডিলসহ এক ভারতীয় ট্রাক চালক আটক

সোনা মসজিদ স্থলবন্দর থেকে ফেনসিডিলসহ এক ভারতীয় ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ভারতীয় এক ট্রাক চালককে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে পাথর ভর্তি ট্রাকটিকে। আজ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আকটকৃত ব্যক্তি, ভারতের মালদা জেলার নরেন্দ্রপুর গ্রামের খলিল শেখের ছেলে টনিক শেখ (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ভারতের মহদিপুর থেকে পাথর ভর্তি ট্রাকে ভারত থেকে ফেনসিডিল এসেছে। খরব পেয়ে ৫৯ বিজিবির সদস্যরা ট্রাকটিকে তল্লাশি করতে গেলে ট্রাক চালক পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ঘটনস্থলে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ইন্ডিয়া ডব্লিউ বি-৫৯/বি-৩১৬৩ ট্রাকটিকে পাথরসহ জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের মেইন পিলার ১৮০/৪ এস এবং ৫ এর মাঝামাঝিতে ঘাস কাটার সময় জাহাঙ্গীর নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ সদস্যরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …