শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / খোলা চিঠি / সোনাতলার জামাই

সোনাতলার জামাই

অধ্যাপক আনওয়ারুল ইসলাম

পাবনা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ইছামতি নদীর কূল ঘেঁষে ছবির মত সাজানো গোছানো একখানি নিখাদ গ্রাম সোনাতলা। সোনার নামেই তার নাম। আবহমান কাল ধরে হিন্দু মুসলিম মিলে মিশে গড়ে উঠেছে প্রীতির স্তবক,বাস করছেন প্রায় সকল জাত পেশার লোক। তালিকায় রয়েছে কৃষক, তাঁতী, ঘোষ, সাহা, কুন্ডু, পাল সহ অনেকেই। মাঠ জুড়ানো সোনালী ধান কিংবা তাঁতের শাড়ী বা লুঙ্গির জন্যই নয়, মিষ্টি, দই , ঘি এর জন্যও বিখ্যাত গ্রামটি। একারণে ইছামতি নদীর পাশে এখানকার হাটটিও ছিল বিখ্যাত। হাটের আকর্ষন ছিল দু’পাশে দু’টি বটগাছ। ছেলেবেলায় হাটকে আমরা বলতাম গোলা। এর অর্থ বাজার । মধ্যযুগে গোলাকে বাজার বা গঞ্জ বলা হত। সেই হিসেবে বলা যেতে পারে এখানকার বসতি অনেক পুরনো।

এই গ্রামের কৃতী সন্তান এক সময়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের ছাত্র মরহুম খোরশেদ আলম সাহেব। কর্মজীবনে ছিলেন স্কুল ইন্সপেক্টর। জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর সাথেও ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। এর সুফল পরিনতি খোরশেদ আলী সাহেবের মেয়ে বিথী আপার সাথে ক্যাপ্টেন এম মনসুর আলী সাহেবের ছেলে মোহাম্মদ নাসিমের শুভ পরিণয় ঘটে।

সোনাতলা গ্রামবাসী পেল ‍কৃতী ও খ্যাতিমান রাজনীতিবিদকে জামাই হিসেবে।মাননীয় মন্ত্রী নাসিম সাহেব আমাদের গ্রামের জামাই। সোনাতলার জামাই।

গত বছর সোনাতলা শ্বশুর বাড়ী এসেছিলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেল বেলা স্কুল মাঠে করলেন ১৪ দলের জনসভা। শ্বশুরের স্মৃতি ধরে রাখতে গ্রামে উদ্বোধন করলেন ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের। সেদিন আশ্বিনের বিকেলে জামাইকে পেয়ে প্রকৃতিও যেন রসিকতায় মেতে উঠলো। মেঘ রোদ্দুর করতে করতেই ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি সবাইকে ভিজিয়ে দিয়ে গেল। বৃষ্টির মধ্যেই মঞ্চে তখন ১৪দলের কেন্দ্রীয় নেতা দিলীপ বড়ুয়া, খালিদ মাহমুদ চৌধুরী শামসুল হক টুকু। আজ বছর ঘুরতে ঘুরতেই তিনি চলে গেলেন পরপারে [ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।]

আমাদের গ্রামের জামাই সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন ।

লেখক: উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও দেখুন

হাকিমপুরে সাংবাদিকদের সাথে যে কথা হলো জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর): দীর্ঘ প্রায় ১৬ বছর জালিম আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশে অমানবিক জুলুম …