শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সেবা করতে এসেছি, অর্থ কামাইয়ের জন্য নয় -বকুল এমপি

সেবা করতে এসেছি, অর্থ কামাইয়ের জন্য নয় -বকুল এমপি

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“ছোট বেলা থেকেই মানুষের সেবা করবো বলে রাজনীতির সাথে সংযুক্ত হয়েছি। সেবা করতে এসেছি, অর্থ কামাইয়ের জন্য নয়। জীবনের অন্তিম মূহুর্ত পর্যন্ত যেনো মানুষের সেবা করেই যেতে পারি। আজ বুধবার লালপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাতে গেলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এ কথা বলেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সহ-সভাপতি সালাহ্ উদ্দিন, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ফারহানুর রহমান রবিন, সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সদস্য শোভন আমিন, আবদুল্লাহ্ আল মামুন, রবিউল ইসলাম রান্টু, আছিরুল ইসলাম প্রমুখ।

সাংসদ এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন ও কুশলাদি বিনিময়কালে সাংসদ আরো বলেন, সাংবাদিকরা সমাজের উন্নয়নে ও অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে সে সমাজ থেকে অবশ্যই দুর্নীতি ও অন্যায় নির্মূল করা সম্ভব। তাই আপনারা সুন্দর লালপুর-বাগাতিপাড়া গঠনে যে উদ্যোগ নিবেন, সেখানেই আমাকে পাশে পাবেন। সকল ভালো কাজের সাথে আছি, আগামীতে থাকবো।

আরও দেখুন

নাটোরে মিথ্যা মামলা ও সকল দপ্তরে ভুয়া তথ্য পাঠিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বাগাতিপাড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সকল দপ্তরে অসত্য ভুয়া তথ্য পাঠিয়ে …