রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ

নিউজ ডেস্ক:
সমাপ্ত সেপ্টেম্বরে আগের অর্থবছররের একই মাসের চেয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। রপ্তানি হয়েছে ৪৩১ কোটি ডলারের পণ্য। তবে গত জুলাই ও আগস্টের চেয়ে এ আয় কিছুটা কম। ওই দুই মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৫৯ এবং ৪৭৮ কোটি ডলার। 

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি রোববার রাতে পণ্য রপ্তানির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, সেপ্টেম্বরের রপ্তানি আয়সহ চলতি ২০২৩-২৪ অর্থবছরের অথবছরের গত তিন মাসে অথাৎ, জুলাই- সেপ্টম্বরে সাবিক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৫১ শতাংশ। পরিমাণে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। 

বরাবরের মত সেপ্টেম্বর মাসের রপ্তানিতেও পোশাকের প্রাধান্য রয়েছে। গত তিন মাসের সাবিক রপ্তানি আয়ের ৮৫ শতাংশই এ তৈরিপোশাক রপ্তানি থেকে। রপ্তানি হয়েছে ১ হাজার ১৬২ কোটি ডলারের পোশাক। এই আয় গত অথবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। রপ্তানি খাতের উল্লেখযোগ্য পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্যের মত পণ্যেও রপ্তানি আগের একই সময়ের চেয়ে কমেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …