বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সেচ্ছাসেবকলীগের কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ কে ধারন করতে হবে- পলক

সেচ্ছাসেবকলীগের কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ কে ধারন করতে হবে- পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটা নেতাকর্মীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃস্বার্থ সেবার আদর্শকে অনুসরণ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করার’ যেই উদ্দেশ্য নিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেছিলেন; সেই আদর্শে জনগণের সেবায় কাজ করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক কোন সুবিধা ভোগ করার উদ্দেশ্যে যদি কেউ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পদ গ্রহণ করে থাকেন, তাহলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আপনার জন্য নয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্যদের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুসারী হয়ে বাংলাদেশের সাধারণ জনগণের সেবায় কাজ করতে হবে। শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর বাসভবনে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম ও পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সৌরভ হোসেন সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহন আলী, সেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন, হামিদুল ইসলাম হিরো প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …