নিজস্ব প্রতিবেদক:
জীবনের ঝুঁকি নিয়ে হেলে পড়া মসজিদেই নামাজ পড়ছেন মুসল্লিরা শিরোনামে নারদ বার্তায় প্রকাশিত নিউজ পড়ে সঙ্গে সঙ্গেই ৫০ হাজার টাকা আর্থিক অনুদান পাঠালেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি তার প্রতিনিধি সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনের মাধ্যমে এই অর্থ প্রেরণ করেন। এ সময় তার সাথে ছিলেন, নাটোর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিউল আজম স্বপন।
অনুদানের অর্থ মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়ে মাওলানা রুহুল আমিন জানান, প্রয়োজনে প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি আরো সহযোগিতা করবেন এই মসজিদটি পুনঃনির্মাণের জন্য। এই নগদ অনুদান পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ সময় উপস্থিত মুসল্লিরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী পলকের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, নাটোর শহরতলীর বড়ভিটা দাদাপুর জামে মসজিদের দেয়ালের একাংশ পুকুরে ধসে পড়েছে দুই মাস আগে। পুরো মসজিদেই দেখা দিয়েছে ফাটল। মসজিদের টিনের চালটি বাঁশের মাধ্যমে ঠেকনা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি এবং মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …