শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক এবং তার পিতাকে আটক করেছে পুলিশ

সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক এবং তার পিতাকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক এবং তার পিতা জাকিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এসপি অফিসের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার জানান, ২৩ জুন সুমাইয়ার মা নুজহাত বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে চার জন আসামি মোস্তাক হোসেন তার বাবা জাকির হোসাইন মা সৈয়দা এবং বোন যুথি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতরাত দুই টার দিকে মোস্তাক এবং তার বাবা জাকির হোসেনকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। পরে অধিকতর তদন্তের স্বার্থে তাদের আদালতের মাধ্যমে তাদের রিমান্ড চাওয়া হবে।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …