নীড় পাতা / জেলা জুড়ে / সুব্রত কর্মকার স্মরণে প্রথম প্রয়াণ দিবস পালন

সুব্রত কর্মকার স্মরণে প্রথম প্রয়াণ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
রীঁ শ্রী শ্রী জয়কালী মাতার মন্দির ও রাধা গোবিন্দ বিগ্রহ পরিচালনা কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক স্বর্গীয় সুব্রত কর্মকারের প্রথম প্রয়াণ দিবস স্মরণে প্রার্থনা অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে লালবাজার জয়কালী মাতার মন্দিরে।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মন্দির কমিটির আয়োজনে স্মরণ সভায় মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা, পৌর মেয়র উমা চৌধুরী সহ প্রয়াত সুব্রত কর্মকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২০ সালের ২৬ শে জানুয়ারী সুব্রত কর্মকার অসুস্থতার কারণে মারা যান।

স্মরণ সভায় উপস্থিত সকলে প্রয়াত সুব্রত কর্মকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতিচারণ করেন এবং আলোচনা শেষে প্রার্থনা করা হয়।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …