নিউজ ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নতুন উদ্ভাবিত উন্নতজাতের ‘সুবর্ণ রুই’ অবমুক্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। গতকাল ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজধানীর সচিবালয় থেকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।
অবমুক্তকরণ অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. এম এ মজিদ ও ড. এম গোলাম হোসেন, পরিচালক ড. মো. খলিলুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জোনায়রা রশীদ ও হ্যাচারি মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিএফআরআই ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।