শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা, শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা, শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাথে শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক চিঠিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান ইমরান খান।

অভিন্ন ইতিহাস, ধর্ম-বিশ্বাস এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নতিতে সমান আগ্রহের ভিত্তিতে উভয় দেশের সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ উল্লেখ করে চিঠিতে ইমরান খান বলেন, পাকিস্তান এই সম্পর্ককে গুরুত্ব দেয়।

এই সম্পর্ককে আরো জোরদার করে দুই দেশের মানুষের উন্নত ভবিষ্যতের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

চিঠিতে শেখ হাসিনাকে সুযোগ মতো পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান ইমরান খান।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের ভ্রাতৃপ্রতীম সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে।’

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …