সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সুকাশ ইউনিয়নের ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত

সুকাশ ইউনিয়নের ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউপির ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। শনিবার সকাল ১১ টার দিকে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত কাইন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নাজিম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে তিনটি ওয়ার্ড (৪,৫,৬ নং) আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা মিছিল নিয়ে বোয়ালিয়া স্কুল চত্বরে আসতে শুরু করে। বেলা ১২টার পর ওয়ার্ড কমিটির কার্যক্রম শুরু হয়। দুপুর ১ টার পর নির্বাচিতদের নাম ঘোষণা করেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ এড.জিল্লুর রহমান। নির্বাচিতরা হলেন, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ মাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ মঞ্জু হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আঃ মান্নান, ৬নং ওয়ার্ড সভাপতি দীলিপ চন্দ্র কানু ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন শাহ।

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …