রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লালপুরে বিক্ষোভ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লালপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ শুক্রবার (৭ জুলাই ২০২৩) দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল করেন।
লালপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে গৌরীপুর স্কুল এন্ড কলেজ গেটে গিয়ে সমবেত হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় গোটা মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সরকারিভাবে সুইডেনের রাষ্ট্র দ্রুতকে ডেকে এর সুষ্ঠ বিচার করতে হবে। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যদি এর সুষ্ঠ বিচার না হয় তাহলে গোটা মুসলিম বিশ্বের মুসলিমদের সুইডেনের সকল পন্য বয়কট করার আহ্বান জানান।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …