রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে নাটোরে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে নাটোরে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
সুইডেনে পবিত্র কোরআন পুড়ানোর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা শহরের মাদ্রাসা মোড়ে সমবেত হয়। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়হরিশপুর বাইপাস ঘুরে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়েতের আমীর মীর নুরুল ইসলাম, জেলা জামায়েতের সাবেক আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর জামায়াতের আমীর বাশার আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন মুসলমানের সবচেযে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন। আর এই ধর্মগ্রন্থকে যারা পুড়িয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। তারা সরকারের কাছে দাবী জানান, সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে কঠোর হুঁশিয়ারী দেওয়া হোক। আর না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …