বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সীমান্ত পরিস্থিতি নিয়ে রোববার বৈঠকে বসছে বিজিবি-বিজিপি

সীমান্ত পরিস্থিতি নিয়ে রোববার বৈঠকে বসছে বিজিবি-বিজিপি

নিউজ ডেস্ক:
সীমান্ত পরিস্থিতি নিয়ে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিতে রোববার সকালে বিজিপি দলটির টেকনাফ সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার সন্ধ্যায় বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য বৈঠক হওয়ার কথা রয়েছে। উভয়পক্ষের ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। আলোচনায় বসতে একাধিকবার বিজিপির কাছে চিঠি দেওয়া হয়। পরে তারা বৈঠক করতে সম্মতি দেয়। বিকেলে ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত আগস্টে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও রাখাইন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে শুরু হয় ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণ। ২৮ আগস্ট মিয়ানমারের ছোড়া দুটি শেল এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। সীমান্তে গোলাগুলিতে হতাহতের ঘটনায় একাধিকবার মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এ অবস্থায় গত ১০ অক্টোবর পরিস্থিতি দেখতে সীমান্ত পরিদর্শনে আসেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি জানান, প্রতিবাদ জানিয়ে বিজিপির কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …