শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের সুপারিশ

সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের সুপারিশ

নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। 

সীমান্তবর্তী সাত জেলা হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

বিশেষজ্ঞ কমিটি সূত্রে জানা গেছে, শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে।এসব জেলায় করোনার সংক্রমণ বেশি। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এছাড়াও নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

জানা গেছে, বিশেষজ্ঞ কমিটির এ সুপারিশ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হবে।। মন্ত্রণালয়ে বিকেলে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৪ মে রাত থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …