বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিসি ক্যামেরার কারণে নির্বাচনে শৃঙ্খলা দেখতে পাচ্ছি: সিইসি

সিসি ক্যামেরার কারণে নির্বাচনে শৃঙ্খলা দেখতে পাচ্ছি: সিইসি

নিউজ ডেস্ক:
নির্বাচনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের কারণেই একটা শৃঙ্খলা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৪ পৌরসভা, ৩ উপজেলায় সাধারণ নির্বাচন এবং অর্ধশতাধিক ইউপির নির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এ সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌’কোনো অনিয়ম চোখে পড়েনি। যথেষ্ট শৃঙ্খলা মেনেই ভোট হচ্ছে। এই নির্বাচনে ৪টি পৌরসভায় সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে সিসিটিভি ক্যামেরার কারণে একটা শৃঙ্খলা দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‍’আমরা সকাল থেকে সিসিটিভি ক্যামেরায় যে পর্যবেক্ষণ করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটকক্ষের নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, চারটি পৌরসভায় নির্বাচন আমরা সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করছি। সাত উপজেলায় নির্বাচন হচ্ছে, সেগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়নি। সেগুলোতে ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ রাখছি।

সিইসি আরও জানান, গাইবান্ধা উপনির্বাচনের অনিয়মের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি নির্বাচন কমিশন। প্রতিবেদন আগামী সপ্তাহে জানা যাবে বলে জানান তিনি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …