শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর- অটোরিক্সা উদ্ধার

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর- অটোরিক্সা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করেছে রাজপাড়া থানা পুলিশ। একই সময় চুরির ঘটনার সাথে জড়িত আরও ৩ জনকে আটক করা হয়। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পুঠিয়া থানা এলাকা হতে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করে এসআই নুরুল ইসলাম ও এসআই রাজিউর রহমান ও সঙ্গীয় ফোর্স।

এর আগে মহানগরীর গত (১৫ মে) দুপুর ২টায় রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় হতে অটোরিক্সা চুরির হয়। পরে ভূক্তভোগী  রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর সিসি ক্যামেরায় রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় হতে অটোরিক্সা চুরির ঘটনা ও চোর সনাক্ত করে রাজপাড়া থানার সহকারি পুলিশ কমিশনার উদয় কুমার সাহা ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম। এরপর চুরির ঘটনার সাথে জড়িত তিন জনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (২২ মে) দিবাগত রাত সোয়া ১টায় জেলার চারঘাট থানার খুদির বটতলা গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে শিমুলকে বোয়ালিয়া থানার মনিচত্বর হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চোরাই অটেরিক্সাটি মিন্টু মন্ডলের সহায়তায় শরিফুল ইসলামের নিকট বিক্রি করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)কে তার বাড়ী হতে গ্রেফতার করে।

আসামী শরিফুলের দেওয়া তথ্যমতে একই রাত সোয়া ২টায় রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা হতে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করে এবং অপর আসামী মিন্টু মন্ডলে (৪২)কে রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় এলাকায় অবস্থিত তার বাড়ী হতে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …