শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিরাজগঞ্জে ৮দিন ব্যাপী নাট্যৎসবের শেষ দিনে দর্শক মাতালো নাটোরের সাকাম

সিরাজগঞ্জে ৮দিন ব্যাপী নাট্যৎসবের শেষ দিনে দর্শক মাতালো নাটোরের সাকাম

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব রঙ্গমঞ্চ ঝংকৃত হোক মানবতা ও কল্যাণের  জয়গানে’এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে ৮দিন ব্যাপী নাট্যৎসবের শেষ দিনে দর্শকদের মাতিয়ে এলো নাটোরেরসাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাড়া জাগানো নাটক ‘একটি অবাস্তব গল্প’।

রবিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় সাকামের নাটক একটি অবাস্তব গল্প। এসময় অডিটোরিয়াম ভর্তি দর্শক নাটকটি দেখে প্রশাংসায় মেতে উঠেন। ওপার বাংলার লেখক বিমল বন্দোপাধ্যায়ের রচনায় এবং অলক মৈত্রর নির্দেশনায়
৪৫ মিনিটের নাটকটিতে একজন কারখানা শ্রমিকের শোষন,বঞ্চনার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এই নাটকে ক’মন্ডলের চরিত্রে অভিনয় করেছেন, সুবীধ কুমার মৈত্র অলক, জেলারের চরিত্রে মো: নূরুজ্জামান, ডাক্তারের চরিত্রে পরিতোষ অধিকারী, কমল চরিত্রে সাইফুল ইসলাম, অহিন চরিত্রে রফিকুল ইসলাম নান্টু, পুরোহিত চরিত্রে অমল ব্যানার্জি, কেষ্ট চরিত্রে শফিকুল ইসলাম, রাম সিং চরিত্রে দেবাশীষ সরকার, নকুল চরিত্রে শুভাশিষ মৌলিক। এছাড়া নাটকটিতে ঘোষক হিসেবে ছিলেন, আশিষ কুমার স্যানাল এবং অনিতা মৈত্র। আলোক সজ্জায় পারভেজ হোসেন, শব্দ প্রযোজনায় আরশেদ আলী রোজ, মেকআপে মৌমিতা ভট্টাচার্য এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহ-সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, কার্য নির্বাহী সদস্য আতিকুল ইসলাম লিটন ,কোষাধ্যক্ষ মাহবুব হোসেন।

পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। এসময় সিরাজগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জান্নাত আরা হেনরি,নাটোর পৌরসভার মেয়র ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি উমা চৌধুরী জলি, জেলা কালচারারঅফিসার মাহমুদুল হাসান লালন বক্তব্য দেন।

৮দিন ব্যাপী এই উৎসবে ঢাকা, নাটোর,সিরাজগঞ্জ,টাঙ্গাইল সহ আশ-পাশের জেলার নাট্য সংগঠনগুলো অংশগ্রহণ করে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *