শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে ডিএনডি ওয়াটার পার্ক

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে ডিএনডি ওয়াটার পার্ক

নিউজ ডেস্ক:
সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ডিএনডি খালের সৌন্দর্য বর্ধনের কাজ। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য খালে ছয়টি দৃষ্টিনন্দন লোডেড ও ফুটওভার ব্রিজ ছাড়াও নির্মাণ করা হচ্ছে ওয়াটার গার্ডেন, ভাসমান মঞ্চ, ঝুলন্ত বাগান, খালের পশ্চিম পাড়ে আরসিসি ড্রেন, খালে নৌকার ঘাট, ফোয়ারা, ওয়েটিং শেড, দোলনা, ব্রিজের মই, বসার জন্য বেঞ্চ ইত্যাদি। ডিএনডি সিদ্ধিরগঞ্জের এ অংশের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হলে নারায়ণগঞ্জের অন্যতম বিনোদনকেন্দ্র খাল ‘ ডিএনডি ওয়াটার পার্ক’ নামে পরিচিতি পাবে বলে মনে করছে এলাকাবাসী।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে গোদনাইল নয়াপাড়া পুল (ভাঙ্গারপুল) থেকে সারুলিয়া (গলাকাটা পুল) পর্যন্ত ডিএনডি খালটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জাইকার অর্থায়নে ৯৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে দুটি প্যাকেজের আওতায় প্রকল্প বাস্তবায়ন করছে। এ খালটি একসময় ময়লার ভাগাড়ে পরিণত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় খালটি হতে পারে বিনোদনের স্পট শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর দৃষ্টি পড়ে। মেয়র সিটি গভর্নেন্স প্রজেক্টের আওতায় ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ৩ মে দুই ধাপে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন। ডিএনডি খালের পশ্চিম পাড়ে সৌন্দর্য বর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং খালের ওপর ছয়টি ব্রিজ নির্মাণে ৩৫ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শুরুতে প্রকল্পটি শেষ করতে ১৫ মাস সময় নির্ধারণ করা হয়েছিল। করোনার প্রভাবে কাজ বন্ধ থাকায় সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্র্রকৌশলী মো. আজগর হোসেন জানান, ব্রিজ নির্মাণের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এছাড়াও খালের পশ্চিম পাড় উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ ৫০ ভাগ শেষ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …