বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিদ্ধান্তে জটিলতা!!

সিদ্ধান্তে জটিলতা!!

রবিউল ইসলাম

সিদ্ধান্তে জটিলতা: ১. ‘কোভিড-১৯’-এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল: শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইত্যাদির প্রজ্ঞাপনের কোনটিতে লেখা হয় ১৭ মার্চ ২০২০; আবার কোনোটিতে লেখা হয় ১৮মার্চ ২০২০। কেহ জানে না কোনটি ঠিক!

২. শিক্ষাবোর্ডগুলোর নামে কোথাও লেখা হয় : শিক্ষা বোর্ড, কোথাও-বা ‘শিক্ষাবোর্ড’। কোনটি ঠিক তাহা হয়তো নির্ধারণ করা সম্ভব হয় নাই।

৩. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর: কোথাও ‘উচ্চশিক্ষা’, কোথাও-বা ‘উচ্চ শিক্ষা’।

৪. EIIN: Educational Institute Identification Number এতদিন দেখতাম শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণত লেখা হয় ‘EIIN নম্বর’। এখন দেখি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও তেমনটি লেখে ‘EIIN’-এর মধ্যেই Number কথাটি আছে।তাহলে ‘EIIN নম্বর’ কেন? ৫. মাউশি’র গাইডলাইনে নির্দেশনা দেওয়া হয়েছে: প্রথম এক/দুই সপ্তাহ পাঠ্যক্রমভিত্তিক শিখনের উপর গুরুত্ব না দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আবার আরেকটি বিজ্ঞপ্তি/চিঠিতে বলছে: শ্রেণিতে [ যে-দিন যে-সকল শ্রেণির ক্লাস হবে] প্রতিদিন দুটি বিষয়ের পাঠদান করতে হবে। দুটি নির্দেশনা বিদ্যালয় পুনরায় চালুককরণের পূর্বেই ঘোষিত হয়েছে। ফলে, কিছু প্রতিষ্ঠান রুটিনের কাজে বসেছে, আর কিছু প্রতিষ্ঠানে দৃশ্যত এসবের তেমন গুরুত্ব নাই।

প্রতিদিন শিক্ষার বিভিন্ন কার্যালয় থেকে এতসংখ্যক চিঠি/প্রজ্ঞাপন যে–কী করতে হবে তাহা নিয়ে সংশ্লিষ্ট সকলে রীতিমত হিমশিম খাচ্ছে! দেখা যাক শেষ পর্যন্ত কী হয়!

– সিনিয়র শিক্ষক, রবিউল ইসলাম নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল, নাটোর।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …