বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে ঘুমের মামলা

সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে ঘুমের মামলা

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে আতিকুর রহমান নামে বিএনপির এক কর্মীকে অপহরণ ও গুমের অভিযোগে নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গোয়েন্দা পুলিশের তৎকালীন এক পরিদর্শক ও দুজন উপপরিদর্শককেও আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি করেন আতিকুর রহমানের মা শেফালী খাতুন। আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন পরিদর্শক সাইদুর রহমান, উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ও সাজ্জাদ হোসেন প্রমুখ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে গোয়েন্দা পুলিশের তৎকালীন পরিদর্শক ও এসআই অন্য আসামিদের নিয়ে বিএনপি কর্মী কায়েমকোলা গ্রামের আতিকুরের বাড়িতে যান। এ সময় সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নির্দেশে তাঁরা সেখানে গিয়ে আতিকুরকে জোর করে তুলে নিয়ে যান। পরদিন স্বজনেরা ডিবির নাটোর কার্যালয়ে গিয়ে তাঁকে দেখতে পান। পরে ডিবির কর্মকর্তারা আতিকুরকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেননি এবং তাঁর সন্ধান চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এ ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর খোঁজ না পাওয়ায় আসামিরা তাঁকে হত্যা করে লাশ গুম করেছেন বলে মনে করছেন স্বজনেরা। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত থাকায় বাদী এত দিন মামলা করতে পারেননি। অপহৃত ব্যক্তিও এত দিনে উদ্ধার হননি। তাই অভিযোগটি আদালত আমলে নিয়ে থানার ওসিকে এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …