নীড় পাতা / জাতীয় / সিটিগুলোতে মর্ডানার প্রয়োগ শুরু

সিটিগুলোতে মর্ডানার প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক:
ঢাকাসহ ১২টি সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে মডার্নার টিকাদান। রাজধানীর ৪১টি কেন্দ্রে দেখা গেছে টিকাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে, আগে এসএমএস পেয়েও যারা টিকা নিতে পারেননি তাদের অনেকে এই দিন কেন্দ্রে যাওয়ায় দেখা দেয় বিশৃঙ্খলা। যার ফলে দুদিন আগে নিবন্ধন করেও মঙ্গলবার নির্ধারিত দিনে টিকা পাননি অনেকে।

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল থেকেই ছিল মডার্নার টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। ৩০০ জনকে এসএমএস করা হলেও ভিড় করেছিলেন হাজারের কাছাকাছি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই থেকে তিন গুণ লোক ভিড় করায় সবাইকে টিকা দেয়া সম্ভব হচ্ছে না। তবে এক সপ্তাহের মধ্যেই কেটে যাবে জটিলতা।

রাজধানীর ৪১টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্নার টিকা। দীর্ঘ অনিশ্চয়তার পর গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন অনেকে। এদিকে, রাজধানীর সাত হাসপাতালে চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন সৌদি আরব ও কুয়েতগামীরা।

আরও দেখুন

নাটোর জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি রানা, সম্পাদক ফরিদ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর) নাটোর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন …