সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিঙ্গাপুরে সাকা চৌধুরীর ৮ হাজার কোটি টাকা

সিঙ্গাপুরে সাকা চৌধুরীর ৮ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক:
সিঙ্গাপুুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৮ হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদকের লিগ্যাল উইং শাখার একটি সূত্র। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ওই বাংলাদেশির পরিচয় উল্লেখ না করে পাচারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকটি সংস্থার যৌথ অনুসন্ধানে বিপুল এই অর্থের খোঁজ মিলেছে। অর্থ ফেরানোর চেষ্টা করছে সরকার।

খুরশিদ আলম খান বলেন, ‘আমি কোন রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করতে চাচ্ছিনা। অবশ্যই সত্যতা আছে, আরো বেশি টাকা হয়তো আমরা আনতে পারবো। আইনি প্রক্রিয়াটি একটু জটিল। তবে আনা যায়, একটু সময়সাপেক্ষ ব্যাপার। পাচারের মামলা, লন্ডারিং মামলা প্রত্যেকটাই আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করছি।’

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …