রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / বিনোদন / সিএএবিরোধী বিক্ষোভে যাওয়ায় দীপিকাকে তোপ দাগলেন স্মৃতি

সিএএবিরোধী বিক্ষোভে যাওয়ায় দীপিকাকে তোপ দাগলেন স্মৃতি

নিউজ ডেস্কঃ
ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ইস্যুতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কড়া সমালোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

বিজেপি নেতৃত্বাধীন সরকারের এ মন্ত্রী বলেন, ‘দীপিকা পাড়ুকোনের অবশ্যই জানা উচিৎ সে এমন কিছু মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা দেশ (ভারত) ধ্বংস করতে চায়।’

শুক্রবার (১০ জানুয়ারি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইরানি।

২০১৬ সালের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেশবিরোধী স্লোগানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, কেউ যদি খবর পড়ে সে জানবে কোথায় দাঁড়াতে হবে। তারা (দীপিকা) জানে এমন কিছু মানুষের পাশে তারা দাঁড়িয়েছে যারা দেশ ধ্বংস করার চেষ্টা করছে।’

এর আগে, এনআরসি ও সিএএ’র প্রতিবাদ করায় জামিয়া মিলিয়া ইসলামিয়া ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনসহ অন্যান্যরা। আজ তাক নামের এক টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে এর সমালোচনাও করেন দীপিকা।

এদিকে, ১০ জানুয়ারি মুক্তি পাওয়া দীপিকার নতুন সিনেমা ‘ছপাক’ বয়কট করার আহ্বান জানিয়েছে বিজেপির ডানপন্থী কয়েকজন নেতা।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …