সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / “সিএইচসিপি এ্যাসোসিয়েশন” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“সিএইচসিপি এ্যাসোসিয়েশন” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব পতিবেদক:
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাটোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের সিসিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোর সদরের খাজুরা ইউনিয়নের করেরগ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: মিজানুর রহমানকে সভাপতি এবং বড়াইগ্রামের ভবানিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও বড়াইগ্রাম উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল আওয়াল কবিরাজ (ইকবাল) কে সাধারণ সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলার সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গুড়ুমশৈল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: আমিনুল ইসলাম কে সহ-সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সিফাত আহমেদ খান অস্থির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম অন্তর, রাজশাহী বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাদ্দাম ইবনে মোস্তফা এবং পাবনা জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সহ নাটোর জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বৃন্দ।

পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি- সাধারণ সম্পাদক সহ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …