সোমবার , নভেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিআইপি নির্বাচিত হলেন ৫৭ জন অনাবাসী বাংলাদেশী

সিআইপি নির্বাচিত হলেন ৫৭ জন অনাবাসী বাংলাদেশী

নিউজ ডেস্ক:
করোনা মহামারীতেও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের জন্য ৫৭ জন অনাবাসী বাংলাদেশীকে সিআইপি (কমার্সিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার। এর মধ্যে বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে ৪৭ জন ও ‘বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশী’ ক্যাটাগরিতে ৯ জন সিআইপি হয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৫৭ জনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে। 

এতে বলা হয়, বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশী’ ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন, কম্বোডিয়া প্রবাসী ফরিদপুরের বোয়ালমারী খামারপাড়ার আবুল খায়ের মিয়া। নির্বাচিত সিআইপিরা দুই বছর পর্যন্ত (প্রজ্ঞাপন জারির তারিখ থেকে) বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …