নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস। রবিবার দুপুর ১২টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা বণিক সমিতির কার্যালয়ে পৌরসভার সচেতন নাগরিক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
পৌরসভার অবকাঠামো উন্নয়ন, বর্জ-ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়ন সহ ৯টি বিষয়ে গুরুত্ব দিয়ে এই ইশতেহার ঘোষণা করেন মেয়র ফেরদৌস।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত, নৌকা প্রতীকের প্রধান এজেন্ট মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …