রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি হলেন আব্দুল খালেক

সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি হলেন আব্দুল খালেক


নিজজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌর ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি ফয়সাল ইসলাম ফারুক অব্যাহতি নেয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুল খালেক। তিনি এই কমিটির সহ-সভাপতি ছিলেন। বুধবার (৮ জুন) রাত ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ১৩ মার্চ সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন ফয়সাল ইসলাম ফারুক। পরবর্তীতে তিনি ব্যক্তিগত কারণে জেলা ছাত্রলীগ বরাবর অব্যাহতিপত্র দেন। বুধবার রাতে তাকে অব্যাহতি প্রদান করে আব্দুল খালেককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন জেলা ছাত্রলীগ।

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল ইসলাম ফারুক ব্যক্তিগত কারণে অব্যাহতি চাওয়ায় জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি আব্দুল খালেককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …