রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়া পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে-প্রশাসন

সিংড়া পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে-প্রশাসন

মাহবুব হোসেন:
নাটোরে সিংড়া পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম।

এসময় বক্তারা বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় সিংড়া পৌরসভার নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যারা প্রার্থী রয়েছেন তারা কমিশনের আচরন বিধি মেনে চলবেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …