নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় করোনা ভাইরাস দুর্যোগে ধান কাটা শ্রমিক সংকট মোকাবেলায় ৮জন কৃষকের মাঝে ৮টি নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার ধান কাটা, মাড়াই ও ঝাড়– মেশিন হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সিংড়া র্কোট মাঠ চত্বরে কৃষি প্রণোদনা ২০১৯-২০ অর্থ বছরে পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে ২৮ লাখ ৫০ হাজার টাকার এই মেশিন ৫০% ভুর্তকি মুল্যে কৃষি কর্মকান্ডে পারদর্শী কৃষকদের মাঝে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সহ অন্যরা।
উপজেলা কৃষি অফিস জানায়, এই অর্থবছরে এর আগে ৬টি মেশিন হস্তান্তর করা হয়েছে। আজকেও ৮টি মেশিন সহ মোট ১৪ টি মেশিন ১৪ জন কৃষকের মাঝে হস্তান্তর করা হয়।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …