বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন পলক

সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
করোনা ভাইরাসের প্রভাবে নাটোরের সিংড়ায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শুক্রবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ কথা জানান পলক। এসময় তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে চাউল, মাস্ক ও সাবান বিতরণ করা হবে। নামাজ শেষে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মাওলানা রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া পরবর্তীতে আরো পরিবারকে সহায়তা দেয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও নিম্ন-আয়ের মানুষের পাশে আওয়ামীলীগ সরকার আছে এবং থাকবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *