রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন পলক

সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
করোনা ভাইরাসের প্রভাবে নাটোরের সিংড়ায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শুক্রবার দুপুরে সিংড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ কথা জানান পলক। এসময় তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে চাউল, মাস্ক ও সাবান বিতরণ করা হবে। নামাজ শেষে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মাওলানা রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া পরবর্তীতে আরো পরিবারকে সহায়তা দেয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও নিম্ন-আয়ের মানুষের পাশে আওয়ামীলীগ সরকার আছে এবং থাকবে।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *