নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ১৮৯টি পরিবার। জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া করোনাকালীন সময়ের অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। করোনায় কর্মহীন ১৮৯ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। প্রতি প্যাকেট খাদ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবণ ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম সামিরুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হয়েছে। আবার ১২ লক্ষ টাকা বাজেট এসেছে, এসব টাকায় খাদ্য সহায়তা দেয়া হবে।
খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।