শনিবার , ফেব্রুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় ২ জন নিহতের ঘটনায় মামলা, ৫ জন আটক

সিংড়ায় ২ জন নিহতের ঘটনায় মামলা, ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় গত রবিবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নে দু পক্ষের সংঘর্ষ ঘটনায় ২ টি মামলা হয়েছে। সোমবার রাতে ৫ জন কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, আফসার আলীর পুত্র রবিউল (৩২) গহের আলীর পুত্র আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর পুত্র জুয়েল ওরফে জুলু (৩২), মৃত রইস উদ্দিনের পুত্র হাবিল (২৭) সকলের বাড়ি বামিহাল দোশোপাড়া, মৃত মহির উদ্দিনের পুত্র নাজিম উদ্দীন (৩২)।

এদিকে আফতাব উদ্দিন নিহতের ঘটনায় তার পুত্র আঃ ওহাব বাদী হয়ে ২০ জনের নামে থানায় মামলা করে। অপরদিকে রুহুল আমিন নিহতের ঘটনায় তার পুত্র শাহিন বাদী হয়ে ৪২ জনকে আসামী করে থানায় মামলা করেছে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রাম ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে …