রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ১০ হাজার তালের চারা রোপন করবে উপজেলা পরিষদ

সিংড়ায় ১০ হাজার তালের চারা রোপন করবে উপজেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
মুজিব শতবর্ষ উপলক্ষে, বজ্রপাত রোধে নাটোরের সিংড়ায় ১০ হাজার তালের চারা রোপন করবে উপজেলা পরিষদ। দুই হাজার চারা পরিষদের তত্ত্বাবধায়নে রোপন করা হবে আর বাঁকি আট হাজার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এনজিও’র মাঝে বিতরণ করা হবে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা পরিষদের সিএ মাহাবুব হাসান প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, তালগাছে অপেক্ষাকৃত বেশি বজ্র আঘাত করে। তালগাছের মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ করা যায়। মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ব্যাপী ১০ হাজার তালের চারা রোপন করা হবে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …