বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-কাফি’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসান ডাবলু’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, আব্দুল খালেক বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সদস্য সচিব আমিরুল ইসলাম, রিংকু, সোহাগ প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …