সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় স্বাস্থ্য বিধি না মানায় ৮ ব্যক্তিকে জরিমানা

সিংড়ায় স্বাস্থ্য বিধি না মানায় ৮ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘোরা ফেরা করার অপরাধে ব্যক্তি বিশেষে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত মোট ৮জনকে ৪৬০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার সকালে সিংড়ার মাদ্রাসা মোড়, বাসষ্ট্যান্ড ও বাজার এলাকায় সবার জন্য মাস্ক পড়া বাধ্যতামুলক বাস্তবায়নের লক্ষে বিশেষ অভিযানের সময় ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। জরিমানা পর প্রশাসনের পক্ষে তাদেরকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর এ আলম সিদ্দিকী।

জরিমানাকৃত ব্যক্তিরা হলেন, সিংড়া পৌর শহরের দমদমার সাইফুল ইসলাম, সরকার পাড়ার রাজু আহমেদ, চাঁদপুরের আনোয়ার হোসেন, বালুভরার মামুন, সিংড়া বাজারের সোহান হোসেন, সরকার পাড়ার রঞ্জু আহমেদ, চৌগ্রামের প্রসেনজিৎ এবং বিলদহরের মিল্টন।

অভিযান শেষে ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …