বুধবার , এপ্রিল ১৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় সাপন্থীরে হামলার প্রতিবােেতৗহি

সিংড়ায় সাপন্থীরে হামলার প্রতিবােেতৗহি

জনতা ও আলেমদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় গভীর রাতে ইজতেমা ময়ানে শুরায়ী নেজামের সাথীরে উপর সাপন্থীরে হামলার প্রতিবািেবক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া উপজেলা উলামা মাশায়েখ ও তৌহিী জনতা।
শুক্রবার বাজুমা সিংড়া কোর্ট মাঠ থেকে বিক্ষোভ মিছিল শহর প্রক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
বায়তুন নুর জামে মসজিরে খতিব সুলতান মাহমুরে সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামী নাটোর জেলার সভাপতি
আবুল্লাহ আল মাানী, সাধারণ সম্পাক রফিকুল ইসলাম খান, তাবলীগ জামায়াতের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজা।
ােয়া পরিচালনা করেন, মাওলান্হানংঢ়;হুসাইন্হনংঢ়;আহমে।

আরও দেখুন

সিংড়ায় যুব আন্দোলনের কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাটোরের সিংড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার …