শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ

সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। রোববার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষরোপন শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের আয়োজন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সিদীপ এর জোনাল ম্যানেজার রশিদুল ইসলাম, নাটোরের এরিয়া ম্যানেজার খুরশেদ আলী, সিংড়া ব্র্যাঞ্চ ম্যানেজার মোশারফ হোসেন, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ। এসময় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …