নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। রোববার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে বৃক্ষরোপন শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের আয়োজন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সিদীপ এর জোনাল ম্যানেজার রশিদুল ইসলাম, নাটোরের এরিয়া ম্যানেজার খুরশেদ আলী, সিংড়া ব্র্যাঞ্চ ম্যানেজার মোশারফ হোসেন, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ। এসময় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।