রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় রাতের আধাঁরে খাদ্য নিয়ে বাড়ি বাড়ি সাবেক প্যানেল মেয়র

সিংড়ায় রাতের আধাঁরে খাদ্য নিয়ে বাড়ি বাড়ি সাবেক প্যানেল মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় মহামারি করোনাভাইরাসের প্রভাবে অসহায়, কর্মহীন ও ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান মাহমুদ।

আদনান মাহমুদ জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডে ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের সমন্বয়ে টিম গঠন করা হয়। ওই টিমের সদস্যদের মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬’শ পরিবারকে আমার নিজস্ব অর্থায়নে ৫ কেজি চাল, ৫’শ গ্রাম ডাল, ৫’শ গ্রাম তেল, এক কেজি আলু ও ১পিচ করে সাবান বিতরণ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১২টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে জনসচেতনতা মূলক প্রচারণা এবং ১৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …